ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

শিবচরে ট্রাকচাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
শিবচরে ট্রাকচাপায় যুবক নিহত

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে ট্রাকের চাপায় মো. হযরত আলী খান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন অ্যাপ্রোচ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা এলাকার আক্কাস খানের ছেলে।

শিবচর থানা পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন অ্যাপ্রোচ সড়কের কাছে ভাঙ্গাগামী পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলে গেলে তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হযরত আলী খান নামের ওই যুবকের মৃত্যু হয়। এসময় আহত হয় আরো দু’জন। এরা হলেন-তোফাজ্জেল ও সাইদুল।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা চটপটি খেয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।