ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ডাকাতি ও অস্ত্র মামলায় সাজার আদেশপ্রাপ্ত ৫ আসামি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
ডাকাতি ও অস্ত্র মামলায় সাজার আদেশপ্রাপ্ত ৫ আসামি আটক

আশু‌লিয়া, সাভার: আশু‌লিয়ার নবীনগর থেকে ডাকাতি ও অস্ত্র মামলায় সাজার আদেশপ্রাপ্ত ৫ আসামিকে আটক ক‌রে‌ছে র্যাব ২। এসময় তা‌দের কা‌ছ থে‌কে দু’টি পিস্তলসহ গুলি জব্দ করা হয়।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া নয়টার দি‌কে আশু‌লিয়ার নবীনগর এলাকার বি‌ভিন্ন স্থান থেকে তা‌দের আটক করা হ‌য়।

‌এরা হ‌লেন-হেলাল ওর‌ফে এসি রানা, জা‌কির‌ হো‌সেন বাবু, মো. সাইফুল ইসলাম ও মামুন হো‌সেন।

র্যাব ২ এর অপা‌রেশন কমান্ডার সি‌নিয়র এএস‌পি র‌বিউল বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তা‌দের আটক করা হ‌য়। এসময় তা‌দের কাছ থে‌কে দু‌’টি বি‌দেশি পিস্তল ও দশ রাউন্ড গু‌লি জব্দ করা হয়। তারা জানুয়ারি মা‌সের শেষ সপ্তা‌হে গাজীপু‌রের শিল্প কারখানায় ডাকা‌তির প‌রিকল্পনা কর‌ছিল।

এছাড়া তা‌দের বিরু‌দ্ধে বি‌ভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা র‌য়ে‌ছে। কিছু কিছু মামলায় তা‌দের সাজাও হ‌য়ে‌ছে। তা‌দের নি‌য়ে দ‌লের বাকী সদস্য‌দের গ্রেফতা‌রের জন্য অ‌ভিযান অব্যাহত থাক‌বে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।