ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, ভোর থেকে হঠাৎ করে কুয়াশা পড়তে থাকলে পাঁচটা থেকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এসময় মাঝ পদ্মায় ৩টি ফেরি নোঙর করে আছে বলে জানা গেছে।

এছাড়াও কাঁঠালবাড়ি ঘাটে দু’টি ফেরি পরিবহন লোড করে আছে। ঘন কুয়াশায় দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রেখেছে।

বিআইডব্লিটিসি'র কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া ফেরি চলাচল বন্ধের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।