ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু (ফাইল ছবি)

মাদারীপুর: কুয়াশা কেটে যাওয়ায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টা থেকে এ রুটে ফেরিসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়। ভোর ৫টা থেকে নৌ চলাচল বন্ধ ছিলো এ রুটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল পৌনে ১০টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ি ঘাটে দেখা দিয়েছে যানজট।

কাঁঠালবাড়ি ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম বাংলানিউজকে জানান, কুয়াশায় ফেরি চলাচল কিছু সময় বন্ধ ছিলো। এখন স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।