ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
সিরাজগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক আটক ৩ মাদক বিক্রেতা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর-বগুড়া মহাসড়কের ঘোগা হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর অফিস সহকারী আনোয়ার হোসেন।

তারা হলেন- রংপুরের গঙ্গাচড়া থানার চরবাগডহরা গ্রামের ইউনুছ আলীর ছেলে আশিক আহম্মেদ ওরফে শুভ (২০), একই জেলার তারাগঞ্জ উপজেলার মাটিয়ালপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে (২০) ও বগুড়ার শেরপুর উপজেলার নন্দতেঘরী গ্রামের সারোয়ার হোসেনের ছেলে লুৎফর রহমান বাবু (২৩)।

অফিস সহকারী আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।