কক্সবাজার পৌরসভার অর্থায়নে করেন এ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) ড. ইকবাল হোসেন। এ সময় পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহাবুবুর রহমান চৌধুরীও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ১৫ লাখ টাকা ব্যয়ে একতলা কন্ট্রোল রুমটি নির্মাণ করা হবে। জানুয়ারি মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে।
জেলা পুলিশ সূত্র জানায়, পর্যটন শহরকে সুরক্ষিত করতে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এ জন্য ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হবে।
সূত্র জানায়, শহরের লিংক রোড, কলেজ গেইট, বাস টার্মিনাল, গ্রিন লাইন কাউন্টার, কেন্দ্রীয় কারাগার, পুলিশ লাইনস, বিডিআর ক্যাম্প, হাশেমিয়া মাদ্রাসা, পিটিআই স্কুল, খুরুশকুল রাস্তার মাথা, কালুর দোকান, বার্মিজ মার্কেটের শুরু (ম্যালেরিয়া অফিস), বার্মিজ মার্কেট, বার্মিজ স্কুল রোড, বৌদ্ধ মন্দির রোড, বৌদ্ধ মন্দির মোড, গোলদীঘি, হাসপাতাল মোড়, সদর হাসপাতাল, ডিসি অফিস, বাজারঘাটা, আইবিডি রোড, ভোলা বাবুর পেট্রোল পাম্প, হাসপাতাল সড়ক, হোটেল বিলকিস, লালদীঘি, সিনেমা রোড, পৌরসভা, থানা রোড, শহীদ সরণি রোড (গুনগাছ তলা), এয়ারপোর্ট রোড, হলিডের মোড়, মোহাজের পাড়া, স্টেডিয়াম মোড়, জুয়েলারি দোকান, পুলিশ সুপারের মোড়, সায়মন রোড, বাহারছড়া, র্যাব অফিস, মাদ্রাসা রোড, লাবনীর মোড, সিগ্যাল রোড, লাবণী বীচ, সী ইন পয়েন্ট, বাহারছড়া গোল চত্বর মাঠ, জাম্বুর মোড়, সাংস্কৃতিক কেন্দ্র, সী ইন পয়েন্ট, লাইট হাউজ-১, লাইট হাউজ -২, সুগন্ধা মোড়, লাইট হাউজ রোড-৩ (ওশান প্যারাডাইসের সামনে) কলাতলীর মোড়কে সিসিটিভি’র আওতায় আনা হচ্ছে।
ধীরে ধীরে পর্যটন এলাকাসহ পুরো কক্সবাজারকে সিসিটিভির আওতায় আনা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল বলেন, এ সংক্রান্ত ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হোটেল-মোটেল ব্যবসায়ী, রেস্তোরাঁ ব্যবসায়ী, ব্যাংক বিমার কর্মকর্তা, স্বর্ণ ব্যবসায়ী, চেম্বার অব কর্মাসের সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা থাকবেন।
তিনি বলেন, পৌরসভা শুধু ভবন নির্মাণ করে দেবে। কন্ট্রোল রুমের মনিটর, টেলিভিশন, ক্যাবল তারসহ অন্যান্য খরচের যোগান দেবে এই কমিটির সদস্যরা। তারা নিজ নিজ সেক্টর থেকে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আরফাজুল হক টুটুল, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, হোটেল মিডিয়ার স্বত্ত্বাধিকারী শাহ আলম, কক্সবাজার চেম্বার অব কর্মাসের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি শফিকুর রহমান কোম্পানী, স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
টিটি/এমএ