ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে, হঠাৎ করেই কুয়াশা বেড়ে যাওয়ায় মাঝ পদ্মায় আটকে আছে ছয়টি ফেরি।

কাঁঠালবাড়ী ঘাটে লোড করে আছে তিনটি ফেরি। এতে চরম দুর্ভোগে পড়েছে নৈশকোচের যাত্রীরা।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, সন্ধ্যা থেকেই কুয়াশা পড়ছে। রাত সাড়ে ১১টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে পদ্মার দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনার শঙ্কা থাকায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, শীতের রাতে গন্তব্যে যেতে না পেরে দুর্ভোগে পড়েছে কাঁঠালবাড়ী ঘাট ও মাঝ পদ্মায় আটকে পড়া গাড়ির যাত্রীরা। ঘাটে অর্ধশত যাত্রীবাহী পরিবহন ছাড়াও আটকে আছে দুই শতাধিক ট্রাক।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।