ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় শীর্ষ মাদক বিক্রেতা শাহজাহানসহ আটক ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
খুলনায় শীর্ষ মাদক বিক্রেতা শাহজাহানসহ আটক ৮ খুলনায় শীর্ষ মাদক বিক্রেতা শাহজাহানসহ আটক ৮

খুলনা: খুলনার সোনাডাঙ্গা থানার মজিদ স্মরণিতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক বিক্রেতা শাহজাহান ও তার জামাই শুভসহ আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের এডিশনাল এসপি মো. এনায়েত হোসেন মান্নান। এসময় বিভিন্ন ব্র্যান্ডের ২৯১ বোতল বিদেশি মদ ও ৫ কার্টন বিয়ার জব্দ করা হয়েছে।

 

এডিশনাল এসপি মো. এনায়েত হোসেন মান্নান জানান, মজিদ স্মরণির আল আকসা মসজিদ গলি সংলগ্ন সোনালী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান গোয়েন্দা নজরদারিতে ছিল। বৃহস্পতিবার রাতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় সেখানে বিভিন্ন ব্র্যান্ডের ২৬৭ বোতল বিদেশি মদ ও ৫ কার্টন বিয়ার পাওয়ায় প্রতিষ্ঠান প্রধান শাহজাহান হাওলাদার ওরফে মাদক সম্রাট শাহজাহান ও তার জামাতা শুভসহ ছয়জনকে আটক করা হয়।

পরে শাহজাহানের স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর সোনাডাঙ্গাস্থ দারুস সালাম মহল্লার আলী ক্লাবের কাছে তার ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে আরো ১০৭ ক্যান বিয়ার ও ২৪ বোতল বিদেশি মদসহ তার দুই সহযোগীকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা,  ডিসেম্বর ২৯, ২০১৭
এআর/এমআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।