ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীর ডেমরায় গৃহবধূর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
রাজধানীর ডেমরায় গৃহবধূর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় গলায় ফাঁস দিয়ে আলো আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে দাবি স্বজনদের।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলো আক্তার কুষ্টিয়া সদর উপজেলার বরিয়া গ্রামের আজাদের স্ত্রী।

গত বছর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এরপর থেকে তারা ঢাকার ডেমরার স্টাফ কোয়াটার এলাকায় থাকতেন।

মৃত নরীর স্বামী আজাদ হোসেন বাংলানিউজকে বলেন, মোবাইল ফোনে কথা বলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর অভিমান করে স্বামীর অগোচরে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় আলো। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।