ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘আমাদের দেশের শিশুরা মেধার দিকে পিছিয়ে নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
‘আমাদের দেশের শিশুরা মেধার দিকে পিছিয়ে নেই’ বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নেত্রকোনা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমাদের দেশের শিশুরা মেধার দিকে পিছিয়ে নেই। আমরা চাই ভালো এবং পরিপূর্ণ মানুষ তৈরি করতে। আর সেই লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত কাজ করছে সরকার।’

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার চলতি অর্থবছরে শুধু নেত্রকোনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারের জন্য ১৩৫ কোটি ৮৭ লাখ টাকার বরাদ্দ দিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ্ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসম্বের ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।