ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় মদ-ইয়াবাসহ ২ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
পাকুন্দিয়ায় মদ-ইয়াবাসহ ২ বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ৭ লিটার দেশীয় মদ ও ১১০ পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার দগদগা ও পৌর সদরের কোর্টবিল্ডিং এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক বিক্রেতারা হলেন-উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষবেড় গ্রামের মিয়া চাঁনের ছেলে জীবন মিয়া (২০) ও পৌর সদরের বরাটিয়া এলাকার মৃত কাছেম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩)।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার দগদগা এলাকা থেকে জীবন মিয়াকে ১১০ পিস ইয়াবা এবং পৌর সদরের কোর্টবিল্ডিং এলাকা থেকে ৭ লিটার দেশীয় মদসহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।

আটক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।