এবার জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৬৩৩ জন শিক্ষার্থী। গত বছর পেয়েছিলো ৪০ হাজার ৪৭১ জন।
জিপিএ-৫ পাওয়া ৩৭ হাজার ৬৩৩ জনের মধ্যে ১৬ হাজার ৬১০ জন ছাত্র এবং ২১ হাজার ২৩ জন ছাত্রী। ২০১৬ সালে জিপিএ-৫ পেয়েছিলো ৪০ হাজার ৪৭১ জন। এর মধ্যে ১৮ হাজার ৫৯৫ জন ছাত্র এবং ২১ হাজার ৮৭৬ জন ছাত্রী।
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বলেন, সৃজনশীল প্রশ্নপত্র এবং সঠিক মূল্যায়নের ফলে এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। তবে এটা স্বাভাবিক। আগামী বছর আরও ভালো ফলাফল করার জন্য শ্রেণিকক্ষে পাঠদান এবং মডেল টেস্টের ওপর জোর দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসএস/জেডএস