ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মুসল্লি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মুসল্লি নিহত

জয়পুরহাট: জয়পুরহাট জেলা ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ (৬০) নামে এক মুসল্লি নিহত হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুস সামাদের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামে।

পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) নাজমুল হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে ইজতেমা থেকে ফেরার পথে জয়পুরহাট-পাঁচবিবি মহাসড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুস সামাদ আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।