ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ক্র্যাবের সভাপতি আবু সালেহ, সম্পাদক সরোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
ক্র্যাবের সভাপতি আবু সালেহ, সম্পাদক সরোয়ার

ঢাকা: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নির্বাচনে আবু সালেহ আকন সভাপতি ও সরোয়ার আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার সাকির আহমেদ এ ফলাফল ঘোষণা করা হয়।  

ঘোষিত ফলাফল অনুযায়ী আবু সালেহ আকন ১২৪ ও তার নিকটতম প্রার্থী ইসরাফ হোসেন ইসা ১০৪ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে সরোয়ার আলম ১২৯ ও তার নিকটতম প্রার্থী দীপ সারোয়ার ১০৪ ভোট পেয়েছেন।
 
সহ-সভাপতি পদে মিজানুর রহমান মিজান ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম নুরুজ্জামান নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে এম এম বাদশা ও দফতর সম্পাদক রুদ্র রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও অর্থ সম্পাদক আজিজুল হাকিম (বিনা প্রতিদন্দ্বিতায়), প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা শাহরিয়ার আরিফ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং কার্যনির্বাহী সদস্য পদে আলাউদ্দিন আরিফ, খন্দকার হানিফ রেজা, মোহম্মদ জাকারিয়া নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।