ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় পৃথক অভিযানে ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
মাগুরায় পৃথক অভিযানে ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

মাগুরা: মাগুরায় পৃথক অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

শনিবার (৩০ ডিসেম্বর) মাগুরার মাঠপাড়া ও ঢাকা রোড বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মাঠপাড়া এলাকার নুরু নবী ভূঁইয়ার ছেলে জহির মোল্যা তার সহযোগী পলাশ বিশ্বাস ও হাবিবুর চাঁন।

মাগুরার ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে মাঠপাড়া এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ জহির মোল্যা ও তার সহযোগী পলাশ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তাদের নামে মাগুরার বিভিন্ন থানায় মাদক আইনে ৮ থেকে ১০টি মামলা রয়েছে।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিন বোতল ফেনসিডিলসহ মাদক মামলার সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি হাবিবুর চাঁনকে গ্রেফতার করা হয়। ২০০৭ সালের দুইটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ দিন ধরে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মাগুরা সদরসহ আশপাশের বিভিন্ন থানায় অনন্ত ১০ থেকে ১২টি মামলা রয়েছে।  

এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।