শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ক্লাব ভবনে ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশন ই ইউ শহীদুল ইসলাম শাহীন। তার সঙ্গে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী ও অ্যাডভোকেট মনির আহমদ।
সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বীতাকারী সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকীকে ৭ ভোটের ব্যবধানে হারিয়ে ইকরামুল কবির বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট ৫৭। এ পদে অপর প্রার্থী বদরুদ্দোজা বদর পেয়েছেন ৪ ভোট।
সহ-সভাপতি পদে এনামুল হক জুবের সর্বোচ্চ ৫৭ ভোট এম এ হান্নান ৫০ ভোট নির্বাচিত হয়েছেন। এ পদে ফারুক ৩৫ ভোট ও কামকামুর রাজ্জাক রুনু ২৭ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে এক ভোটে বিজয়ী হন ইকবাল মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঈনুল হক বুলবুল পেয়েছেন ৩৪ ভোট, ও আব্দুর রশিদ রেনু পেয়েছেন ৩২ এবং অপর প্রতিদ্বন্দ্বীতাকারী খালেদ আহমদ ৯ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে বিজয়ী শাহাব উদ্দিন শিহাব পেয়েছেন ৫১ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাতিন ফয়ছল পেয়েছেন ৪৩ ভোট। অপর প্রার্থী ফয়ছল আমিন ১৫ ভোট পেয়েছেন।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ইয়াহইয়া ফজল পেয়েছেন ৫৬ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল ৩ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন।
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, সদস্য পদে ফয়ছল আলম, শোয়াইবুল ইসলাম ও দিগেন সিংহ নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এনইউ/জিপি