ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ৩ জেএমবি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
চাঁপাইনবাবগঞ্জে ৩ জেএমবি সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা থেকে জেএমবির তিন এহসান সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর একটি দল। শনিবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন-শিবগঞ্জ উপজেলার ধোবড়া মতিবাজার এলাকার  মৃত নেফাউর রহমানের ছেলে মো. আজিবুল হক, মো. সাইদুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৫) ও একই উপজেলার মোবারকপুর এলাকায় মো. তাজামুল হক (৪৬)।

র‌্যাব-৫ জানায়, শনিবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে সদর উপজেলার চকলামপুর-কালীনগর রাস্তার পাশের একটি আমবাগানে আট/নয়জন জেএমবি সদস্য তাদের সাংগঠনিক ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড পরিচালনাসহ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশে গোপনে বৈঠক করছিলেন।

খবর পেয়ে রাত ৩টার দিকে র‌্যাব-৫, রাজশাহীর একটি দল সেখানে অভিযান চালিয়ে আজিবুল ও সাইফুলকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যান। আটক দু'জনের স্বীকারোক্তি অনুযায়ী পরে একই উপজেলার মোবারকপুর এলাকার বাড়ি থেকে তাজামুল হককে আটক করা হয়। এ তাদের কাছ থেকে চারটি জিহাদি বই উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ ও সদর থানায় মামলা করা হচ্ছে।

এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫ রাজশাহী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম এবং সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।