রোববার (৩১ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
শরিফুল চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার লালানগর গ্রামের জামশেদ চৌধুরীর ছেলে।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রামের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে ৪টি মামলা রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে তিনি জামিনে বের হন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে মিলে নাশকতার পরিকল্পনা করছিলেন। অভিযানের সময় ১টি ল্যাপটপ, ৬টি মোবাইল সেট, ৩টি সিম কার্ড ও ২টি পেনড্রাইভ জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
আরআর