ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
খাগড়াছড়িতে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. মো. শওকত হোসেন, জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী, জেলা মার্কেটিং অফিসার তুষার কান্তি চাকমা, ক্যাবের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ।

কর্মশালায় বক্তারা নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।