ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আনসার-আল ইসলামের ৩ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
আনসার-আল ইসলামের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ: রাজধানীর পৃথক দু’টি স্থান থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের পলাতক তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১১।  

গ্রেফতারকৃতরা হলেন- আহমেদ উল্লাহ পাটোয়ারী (২১), জাবালে নূর (২৪) ও হোসাইন বেল্লাল (৩২)।

র‌্যাব- ১১ এর এএসপি আলেপউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পৃথক দুই এলাকা থেকে আনসার-আল ইসলামের পলাতক তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।  

এসময় জঙ্গিবাদী বই, লিফলেট ও জঙ্গি অর্থায়নের ২ লাখ ৭৮ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।