রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দুই নম্বর বুড়িঘাট ইউনিয়নের কুকুরমারা এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ আছিয়া ওই এলাকার মোশারফের স্ত্রী।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে কুকুরমারা এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিক সংগঠনের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। এসময় গরু আনতে গেলে গৃহবধূ আছিয়া গুলিবিদ্ধ হন।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
আরবি/