ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত 

ফেনী: ফেনী সদরের ধর্মপুর এলাকায় মাদক বিক্রেতা আনোয়ার হোসেন রাজু (২৫) র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।  

র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্প অধিনায়ক শফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদক বিক্রেতারা একটি চালান নিয়ে ধর্মপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) একটি দল সেখানে অভিযান চালায়। পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে রাজু নামে এক মাদক বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ওয়ান-শ্যুটার গান, ১ টি দেশীয় বন্দুক, ৭ রাউন্ড গুলি ও ৫ টি খালি খোসা উদ্ধার করা হয়।  তার বিরুদ্ধে  ফেনী সদর থানায় ধর্ষণ, ডাকাতি, অস্ত্র, মাদক ও চোরাচালানসহ মোট ১০ টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।