ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোহনগঞ্জের ডাকাতদের বন্দুকযুদ্ধে ১৯ মামলার আসামি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
মোহনগঞ্জের ডাকাতদের বন্দুকযুদ্ধে ১৯ মামলার আসামি নিহত

নেত্রকোনা: অভ্যন্তরীণ কোন্দলের জেরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ডাকাত দলের সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে চিহ্নিত ডাকাত লুৎফর রহমান রিপু নিহত হয়েছেন। ১৯ মামলার আসামি রিপুর বাড়ি ওই উপজেলার গাগলাজুর এলাকায়।

রোববার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে গাগলাজুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।  

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহ্জাহান মিয়া বাংলানিউজকে জানান, রিপুর নামে বিভিন্ন জেলায় ১৯টি ডাকাতি মামলা রয়েছে।

রোববার দিনগত রাতে রিপু দলবল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় নিজেদের মধ্যে ঝগড়া বেধে গেলে দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলি বিনিময়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রিপুর। খবর পেয়ে পরে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

তিনি আরো জানান, মরদেহটি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।  

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।