সোমবার (০১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে র্যাব -১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এর আগে রোববার (৩১ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক চিশতি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শহরতলির ঘাটুরা এলাকায় অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়ে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-আমিন চিশতিকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১৮
আরএ