সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে রাজশাহী মহানগরীর গ্রেটার রোডের বহরমপুর মোড়ে এ ভাস্কর্য স্থাপন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
চত্বরটির নাম দেওয়া হয়েছে ‘ঐতিহ্য চত্বর’।
এ সময় রাসিকের সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, ঢালাই ও ফাইবার শিট দিয়ে তৈরি করা হয়েছে টমটম ভাস্কর্যটি। শিল্পী ফয়সাল মাহমুদ ভাস্কর্যটি নির্মাণ করেছেন। খরচ হয়েছে ১৭ লাখ টাকা। সময় লেগেছে দুই বছর।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এসএস/এএ