মঙ্গলবার (০২ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, নাওজোর এলাকায় হাবিবুল্লাহ মার্কেটের সামনের পাইপ থেকে গ্যাস বের হচ্ছিল।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। আগুনে ৮ সেমিপাকা ঘর ও ৭ দোকানের আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেট অথবা বিদ্যুৎ থেকে ওই গ্যাসে আগুন লেগে যায়।
বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
আরএস/ওএইচ/