ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে প্লেন ওঠা-নামা স্বাভাবিক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
শাহজালাল বিমানবন্দরে প্লেন ওঠা-নামা স্বাভাবিক  কুয়াশার চাদরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ফটো)

ঢাকা: ঘন কুয়াশা কেটে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠা-নামা শুরু হয়েছে।

মঙ্গলবার (০২ জানুয়ারি) সকাল ০৮টায় সিঙ্গাপুর থেকে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার একটি ফ্লাইট শাহজালালে অবতরণের মধ্যে দিয়ে প্লেন ওঠা-নামা স্বাভাবিক হয়।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বিমানবন্দরের দায়িত্বরত সিকিউরিটি অফিসার পুলিশ সুপার (এপিবিএন) ভুইঁয়া মাহবুব হাসান।

এর আগে ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠা-নামা সাময়িক বন্ধ ছিলো।  

গত কয়েকদিন ধরেই কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে প্লেন ওঠা-নামায় বিঘ্ন হচ্ছে। ফ্লাইট অবতরণ ও উড্ডয়নে বিলম্ব হওয়ার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এসআইজে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।