ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ছিনতাই চক্রের ৭ নারী সদস্য আটক 

আশুলিয়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
আশুলিয়ায় ছিনতাই চক্রের ৭ নারী সদস্য আটক 

আশুলিয়া, সাভার: আশুলিয়ার নবীনগর থেকে ছিনতাই চক্রের সাত নারী সদস্যকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে নবীনগর বাসস্ট্যান্ডে এক নারীর গলার চেইন ছিনতাইয়ের সময় হাতে নাতে তাদের আটক করা হয়। 

আটক ছিনতাইকারীরা হলেন-ফুলচান বেগম, জুলেহা বেগম, হানু বেগম, তাসলিমা বেগম, আজুফা, শারমিন ও শামসুন্নাহার। তাদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায়।

 

ভুক্তভোগী মনিকা বেগম বাংলানিউজকে বলেন, সকালে দুই বছরের সন্তানকে নিয়ে লোকাল বাসে করে নবীনগর থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হই। বাসে সিট না পেয়ে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর ভীড়ের মধ্যে হঠাৎ করে সাত-আটজন নারী আমার চারপাশ ঘেষে দাঁড়ান। একপর্যায়ে তারা আমার ও আমার মেয়ে গলার সোনার চেইন ছিনিয়ে নেন। পরে আমি ঘটনাটি আশুলিয়া থানায় জানালে সন্দেহভাজন সাত নারীকে আটক করে পুলিশ।  

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, ছিনতাইয়ের খবর পেয়ে হাতে নাতে সাতজনকে আটক করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

ভুক্তভোগী নারীর খোয়া যাওয়া চেইন উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।