ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে চা শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
কমলগঞ্জে চা শ্রমিকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মনু পাশা (২৮) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

মনু ওই চা বাগানের মদনপুর লাইনের বাসিন্দা রমাকান্ত পাশার ছেলে।

কমলগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবুল কালাম বাংলানিউজকে জানান, চা শ্রমিকরা সাধারণত ভোরে কাজে বের হন। সকালে সবাই কাজে গিয়ে মনুকে না দেখে খুঁজতে শুরু করেন। খোঁজাখুজির একপর্যায়ে বসতঘরে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  

এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।