ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
উত্তরায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা উত্তরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা ধ্বংস

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে উত্তরা ১০ নং সেক্টর সংলগ্ন রানাভোলা ও কামারপাড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মঙ্গলবার (০২ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ৫০০টি অবৈধ সেমিপাকা স্থাপনা, ৫০টি অবৈধ দোকান সম্বলিত ১টি মার্কেট ও অবৈধভাবে স্থাপিত ২টি বড় গেট উচ্ছেদ করা হয়।

এছাড়া অবৈধভাবে স্থাপিত বাঁশের তৈরি দোকান ও অবৈধ ইট-বালি বিক্রির বাজার উচ্ছেদ করা হয়।

অভিযানে প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা অবৈধ দখল মুক্ত করা হয়।  

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।