মঙ্গলবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সামন থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে দুপুরে তাকে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকা থেকে অপহরণ করা হয়।
সালাম মৌলভীবাজার পৌরসভার কাজিরগাঁও এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে। তিনি এমএলএম কোম্পানি 'রিচ বিজনেস সিস্টেম ' এ কাজ করেন।
এ ঘটনায় আটকরা হলেন- রিচ বিজনেস সিস্টেমের মৌলভীবাজার অফিসের প্রধান মো. তানভীর হোসেন এবং তার বিজনেস গ্রুপের সদস্য রিংকু, সাগর ও অনিক।
সালাম বাংলানিউজকে জানান, দুপুরে তানভীর হোসেন তার দলের কর্মী হাসানকে দিয়ে তাকে ফোন করে অফিসে ডেকে নেন। পরে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের দায় দিয়ে তানভীরসহ ১০ থেকে ১২ জন কর্মী অফিসের দরজা বন্ধ করে তাকে মারধর ও নির্যাতন করেন। এরপর গাড়িতে করে শ্রীমঙ্গল নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে গিয়ে তার পরিবারের কাছে টাকা দাবি করেন তারা। একপর্যায়ে প্রস্রাব করার কথা বলে সালাম পালিয়ে গিয়ে শ্রীমঙ্গল থানায় আশ্রয় নেন। পরে পুলিশ জড়িতদের আটক করে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
টিএ