ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত গাজীপুরে দুমড়ে মুচড়ে যাওয়া চিত্রা ট্রেনের ইঞ্জিন রাত ২টায় জয়দেবপুর স্টেশনে দাঁড়ানো। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।

 

মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ১০টার দিকে ওই এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে এ ঘটনা ঘটে।

হতাহতদের মধ্যে কাভার্ডভ্যানের হেলপার সেলিম আহমেদের (৩৮) নাম জানা গেছে।

তিনি ময়মনসিংহের ফুলপুর থানার সনচুর এলাকার আবুল কালামের ছেলে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) এসএম রকিবুল হক জানান, দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে কাভার্ডভ্যানের। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজন নিহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পরে একজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পঠানো হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সকালে অন্যজনের মরদেহ মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, এ ঘটনার পর থেকে ট্রেন চলাচল কিছু সময় বন্ধ ছিল। তবে অল্প সময় পর তা স্বাভাবিক হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মো. নাসিব ইরশাদুল্লাহ জানান, ওই ঘটনায় রাত পৌনে ১১টার দিকে ৪ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে পথে একজনের মৃত্যু হয়। দুইজনের অবস্থা আশঙ্কাজনক থাকা তাদের  ঢাকায় পাঠানো হয়েছে। বাকি একজনকে এখানে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮/আপডেট:০৯১৬

আরএস/এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।