ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামগড়ে ফরেনার্স পুলিশ চেকপোস্টের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
রামগড়ে ফরেনার্স পুলিশ চেকপোস্টের উদ্বোধন পুলিশ চেকপোস্টের উদ্বোধন করছেন অতিথিরা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি (রামগড়) থেকে: খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী রামগড়ে ফরেনার্স পুলিশ চেকপোস্ট'র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি)  সন্ধ্যায় খাগড়াছড়ি-ফেনী আঞ্চলিক মহাসড়কের পাশের সোনাইপুল এলাকায় প্রধান অতিথি থেকে চেকপোস্টটির উদ্বোধন করেন প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত ট্রাস্কফোর্স চেয়ারম্যান খাগড়াছড়ি’র সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি’র পুলিশ সুপার (এসপি) মো. আলী আহমদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মো. সাহেল তস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার  সৈয়দ ফরহাদ, সাবেক সাংসদ মো. আলীম উল্লাহ, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন মিয়া।

রামগড় থানা পুলিশ জানায়, পার্বত্য খাগড়াছড়ি’র রামগড় ও মানিকছড়ি উপজেলার সীমান্তে ২০০৫ সালে নির্মিত ২টি ফরেনার্স পুলিশ চেকপোস্ট নির্মিত হলেও কিছুদিন পরই চেক পোস্টগুলো বন্ধ হয়ে যায়।

সম্প্রতি জেলা প্রশাসন চেকপোস্টগুলো পুনরায় চালুর উদ্যোগের অংশ হিসেবে মানিকছড়ি, রামগড় ছাড়াও পর্যটন শিল্প বিকাশে ও নিরাপত্তার স্বার্থে আলুটিলাতেও একটি ফরেনার্স চেকপোস্ট উদ্বোধন নির্মাণ করা হয়।

এতে করে এ জেলায় বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ জেলা ও উপজেলায় মাদক পাচার ও অপরাধরোধে ভূমিকা রাখবে বলে বক্তারা জানান।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।