ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাড়ে ৫ ঘণ্টা বিলম্বে রাজশাহী-ঢাকা আন্তঃনগর ট্রেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
সাড়ে ৫ ঘণ্টা বিলম্বে রাজশাহী-ঢাকা আন্তঃনগর ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: গাজীপুরে ট্রেন ও কাভার্ডভ্যান দুর্ঘটনার কারণে সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বে চলছে রাজশাহী-ঢাকা রুটের প্রতিটি আন্তঃনগর ট্রেন। মঙ্গলবার (০২ জানুয়ারি) রাতে ঢাকা-খুলনা রুটের আন্তঃনগর ট্রেন চিত্রা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ায় এ শিডিউল বিপর্যয় ঘটেছে।

বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

গোলাম মোস্তফা বলেন, সকাল ৭টা ২০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিলো আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেস।

কিন্তু পাঁচ ঘণ্টা ৩৫ মিনিট দেরিতে দুপুর ১২টা ৫৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়। একইভাবে বিকেলে ৩টা ৪০ মিনিটে আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেসও ছাড়তে পারবে না। তবে এখন পর্যন্ত রাত ১১টা ২০ মিনিটের ধূমকেতু ট্রেনটি সঠিক সময়ে রাখা হয়েছে।

একইভাবে ঢাকা থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনগুলোও পৌঁছাতে দেরি হচ্ছে। মঙ্গলবার রাতে গাজীপুরের ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে যোগাযোগকারী একমাত্র সিঙ্গেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-রাজশাহী ও রাজশাহী-ঢাকাসহ উত্তরবঙ্গের বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনগুলোর সিডিউল বিপর্যয় ঘটেছে। এ অবস্থা কাটতে আগামীকাল পর্যন্ত সময় লাগবে বলেও জানান পশ্চিমাঞ্চল রেলওয়োর সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা।  

এদিকে, ঢাকার গাজীপুরে দুর্ঘটনার কারণে রেলপথে ভ্রমণকারী যাত্রীদের একটি বড় অংশ বিপাকে পড়েছেন। সিডিউল বিপর্যয়ের কারণে তারা পূর্ব নির্ধারিত সময়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন না। অনেক দূর-দূরান্তের যাত্রী পৌষের তীব্র শীতের মধ্যে খোলা প্লাটফর্মের বেঞ্চে বসে দুর্ভোগ পোহাচ্ছেন। অনেকে রেলওয়ে স্টেশনের কাছে থাকা হোটেলে অবস্থান নিয়েছেন।

এর আগে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হন। এ সময় আহত হন কমপক্ষে ৩ জন। মঙ্গলবার রাত ১০টার দিকে ওই এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।