ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

কাঁচপুরে ৭০ কেজি গাঁজাসহ পিকাপ ভ্যান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, জানুয়ারি ৩, ২০১৮
কাঁচপুরে ৭০ কেজি গাঁজাসহ পিকাপ ভ্যান আটক ৬৩ বান্ডেল গাঁজাসহ পিকাপ ভ্যান আটক

নারায়ণগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় থেকে ৭০ কেজি গাঁজাসহ একটি পিকাপ ভ্যান আটক করেছে পুলিশ। এ সময় গাড়িটি ফেলে কৌশলে পালিয়ে যায় চালক।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকাপ ভ্যানটি জব্দ করা হয়।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর গাউছিয়া এলাকা অভিযান চালানো হয়।

এ সময় ওই পিকাপ ভ্যানে তল্লাশি চালিয়ে বডির ভেতরে প্যাকেট করা অবস্থায় ৭০ কেজি (৬৩ বান্ডেল) গাঁজা জব্দ করা হয়।

জব্দ হওয়া গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৭ লাথ টাকা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।