ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের দেওভোগ ও ফতুল্লার পঞ্চবটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে সিটি করপোরেশন।  

অভিযানকালে দেওভোগ পানির ট্যাংকি এলাকায় একটি খাবার হোটেলসহ অন্তত ১০টি অবৈধ স্থাপনা ও ফতুল্লার পঞ্চবটিতে সিটি করপোরেশনের জমিতে স্থাপনকৃত বেসরকারি পার্কের বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএফএম এহতেশামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন নাসিক মেয়রের পিএ আবুল হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন, সার্ভেয়ার কালাম মোল্লা প্রমুখ।

নাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন বাংলানিউজকে জানান, দেওভোগ পানির ট্যাংকির বাজুইনাপাড়া বাজার সংলগ্ন একতা সড়কের পার্শ্ববর্তী অন্তত ১০টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএফএম এহতেশামুল হক বাংলানিউজকে জানান, ফতুল্লার পঞ্চবটিতে সিটি করপোরেশনের জমিতে পিপিপি প্রকল্পে স্থাপনকৃত অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কের নকশা বর্হিভূত অংশ উচ্ছেদ করা হয়েছে। এতে দেয়ালসহ অন্তত ২০টি পিলার ভাঙা পড়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।