ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় তক্ষকসহ আটক দুইজনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, জানুয়ারি ৪, ২০১৮
দীঘিনালায় তক্ষকসহ আটক দুইজনের জরিমানা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা থেকে তক্ষকসহ দুইজনক আটক করেছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাজীপুরের গজারিয়া এলাকার মো. শাখাওয়াত মণ্ডলের ছেলে শেখ সাদি (৩১) এবং দীঘিনালার ভূইয়াছড়ি এলাকার ফজর আলীর ছেলে মোফাজ্জল হোসেন (২৮)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে শেখ সাদিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড এবং মোফাজ্জল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।