ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
শরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৭টায় উপজেলার মাহমুদপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাঈদ শেখ (৩৫), জসিম খান (৪৫), সাত্তার মোল্লা (৩৬) ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হারুন মাদবর।

তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ইউপি সদস্য হারুন মাদবর বাংলানিউজকে বলেন, দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের সময় লাইনে দাঁড়ানো নিয়ে সাঈদ শেখ ও মান্নান মাদবরের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে মাহমুদপুর বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। এসময় সংঘর্ষ থামাতে গেলে তিনিও আহত হন।

সাঈদ শেখ বাংলানিউজকে বলেন, কয়েকদিন আগে মান্নান মাদবর তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এ চাঁদা না দেওয়ায় তাকে কুপিয়ে জখম করা হয়েছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেননি।

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।