ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ভবনের ছাদ ধসে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
গাজীপুরে ভবনের ছাদ ধসে নিহত ১ নির্মাণাধীন ভবনে ধস/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের ছাদের একাংশ ধসের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস বলছে, এ ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আটকা পড়েছেন আরও ৪-৫ জন। 

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ফাওগান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, ফাওগান বাজার এলাকায় দ্বিতল বাড়ির উপরে আরেক তলার নির্মাণ কাজ চলছিল।

হঠাৎ নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে।  

‘এতে কমপক্ষে ১২জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও ৪ থেকে ৫ জন আটকা পড়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে। ’

ঘটনাস্থলে জয়দেবপুর, টঙ্গী ও শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮।  
আরএস/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।