ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছাদ থেকে পড়ে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৫, জানুয়ারি ৫, ২০১৮
রাজধানীতে ছাদ থেকে পড়ে নিহত ১

ঢাকা: রাজধানীর মিরপুরে ভবন থেকে পড়ে গোলাম মোস্তফা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফার ছেলে আসিফ রায়হান জানান, সকালে মিরপুরের মনিপুর এলাকায় নিজ বাড়ির ৬ তলা ভবনের সিঁড়ি মেরামতের কাজ দেখার জন্য ছাদে গেলে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নিহত গোলাম মোস্তফার মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।