ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১৮২ পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম-পিপিএম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
১৮২ পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম-পিপিএম

ঢাকা: ২০১৭ সালে অপরাধ দমনে অসীম সাহসিকতা, সেবা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ১৮২ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেলের (পিপিএম) জন্য মনোনীত করা হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে এবারই সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য এ পুরস্কার পাচ্ছেন।

‘জঙ্গি ও মাদক প্রতিকার, পুলিশ সপ্তাহের অঙ্গীকার’ স্লোগানে আগামী ৮ জানুয়ারি শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০১৮। ওইদিন সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের প্যারেডে সালাম গ্রহণ করবেন ও মনোনীত পুলিশ সদস্যদের পদক তুলে দেবেন।

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ৩০ জন পুলিশ সদস্য বিপিএম-সাহসিকতা এবং ৭১ জন পুলিশ সদস্য পাচ্ছেন পিপিএম-সাহসিকতা পদক।

এর মধ্যে গত ২৪ মার্চ সিলেটের আতিয়া মহলে জঙ্গি হামলায় নিহত র‌্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফট্যানেন্ট কর্নেল আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক চৌধুরী মো. আবু কয়সর ও পুলিশ পরিদর্শক মনিরুল ইসলামকে দেওয়া হচ্ছে মরণোত্তর বিপিএম-সাহসিকতা পদক।

এছাড়াও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খল আচরণের জন্য ২৮ পুলিশ সদস্যকে বিপিএম-সেবা এবং ৫৩ পুলিশ সদস্যকে পিপিএম-সেবা পদক দেওয়া হচ্ছে।

জানা যায়, এবারই প্রথম পদক দেওয়া হচ্ছে যুদ্ধাপরাধ মামলার তদন্তের জন্য দু’জন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার, একজন উপ-পরিদর্শক এবং রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের নিরাপত্তার কাজে ভূমিকা রাখার জন্য একজন সহকারী পুলিশ সুপারকে।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, পদকপ্রাপ্তদের মধ্যে ২০ জনের অধিক বিভিন্ন দুঃসাহসিক অপারেশনে গিয়ে আহত হয়েছেন। এবার কনস্টেবল থেকে পরিদর্শক পর্যন্তরাই পাচ্ছেন ৪৬ শতাংশ পুরস্কার।

বিপিএম-সাহসিকতা পদকের জন্য মনোনীত ৩০ পুলিশ সদস্যদের নামের তালিকা দেখতে ক্লিক করুন:

***পিপিএম পাচ্ছেন সিনিয়র এএসপি রাশেদ
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।