ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
খাগড়াছড়িতে পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

অবরোধ চলাকালে শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের চেঙ্গীব্রিজ এলাকায় পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ তিন রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় পিকেটারদের গুলতি ও ইটপাটকেলের আঘাতে সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবুল হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হয় বলে জানান খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।

এছাড়া খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রেখেছে পিকেটাররা।
 
এদিকে পুলিশি নিরাপত্তায় ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো শহরে প্রবেশ করেছে। আর সাজেকগামী পর্যটকবাহী পরিবহনগুলোতেও নিরাপত্তা দেয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও টহলে রয়েছে।
 
অবরোধের কারণে সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। যানবাহন চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে বেলা বাড়ার সঙ্গে শহর কেন্দ্রিক পরিবহনের সংখ্যা বাড়ছে।
 
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে খাগড়াছড়ি শহরের স্লুইচ গেট এলাকায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।