ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

দগ্ধ ছাত্রলীগ কর্মীদের দেখতে ঢামেকে গেলেন কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, জানুয়ারি ৬, ২০১৮
দগ্ধ ছাত্রলীগ কর্মীদের দেখতে ঢামেকে গেলেন কাদের ঢামেক বার্ন ইউনিটে ওবায়দুল কাদের/ছবি: বাংলানিউজ

ঢাকা: ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে আসার সময় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ১২ কর্মীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে গেলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৬ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে তিনি ওই ছাত্রলীগ কর্মীদের বার্ন ইউনিটে দেখতে আসেন।

এ সময় দগ্ধদের সুচিকিৎসাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।



বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ হীরা বলেন, মন্ত্রী আমাদের খোঁজখবর নিয়েছেন। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।  

এর আগে সকাল ১১টার দিকে উত্তরা থেকে রাইদা পরিবহন নামে একটি বাস নিয়ে শাহবাগ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে আসার ফার্মগেট এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে আগুন লাগে। এতে ছাত্রলীগের ১২ কর্মী দগ্ধ হয়। পরে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।  

দগ্ধরা হলেন- আকাশ, রানা, হৃদয়, রিফাত, রায়হান, হীরা, কাব্য, রওশন, নাহিয়ান, জুয়েল, কামরুজ্জামান, সাব্বির কবির ও সৌরভ। এদে সবার বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে।

দগ্ধরা জানান, গাড়িতে থাকা গ্যাস বেলুনের বিস্ফোরণে হঠাৎ আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে।

**ফার্মগেটে বাসে আগুন, দগ্ধ ১২
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এজেডএস/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।