ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পুরাকাটা-আমতলী নৌরুটে ফেরি চলাচল শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৭, জানুয়ারি ৭, ২০১৮
পুরাকাটা-আমতলী নৌরুটে ফেরি চলাচল শুরু পুরাকাটা-আমতলী নৌরুটে ফেরি চলাচল শুরু (ফাইল ছবি)

বরগুনা: ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুরাকাটা-আমতলী নৌরুটে ফেরি চলাচল শুরু রয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

পুরাকাটা-আমতলী ঘাটের ফেরির মিস্ত্রী পুলিন বাবু বাংলানিউজকে জানান, ঘন কুয়াশায় নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।

তিনি আরও জানান, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন যাত্রী ও গাড়ির শ্রমিকরা। কনকনে শীতে ঘাটে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।