ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বর্তমান ইসির অধীনে সব নির্বাচন সুষ্ঠু হয়েছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
বর্তমান ইসির অধীনে সব নির্বাচন সুষ্ঠু হয়েছে

সংসদ ভবন থেকে: বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর দুটি সিটি কর্পোরেশন, জাতীয় সংসদের দুটি উপ-নির্বাচনসহ অনুষ্ঠিত সব নির্বাচনই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে রাষ্ট্রপতি তার ভাষণে এসব কথা বলেন। এক ঘণ্টা ১০ মিনিট ভাষণ শেষে সংসদ অধিবেশন কক্ষ ত্যাগ করেন রাষ্ট্রপতি।

তার ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এ দিনের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিতকরণে সকল ক্ষেত্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান নির্বাচন কমিশন এ পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশন ও রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন, দশম জাতীয় সংসদের ২টি উপ-নির্বাচন, ৫টি পৌরসভা ও ৪টি উপজেলা পরিষদ এবং ১৩৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনসহ বেশকিছু স্থানীয় সরকার পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছে।

নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন গত ১৬ জুলাই ৭টি বিষয়কে প্রাধান্য দিয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। ঘোষিত রোডম্যাপের অংশ হিসেবে কমিশন গত ৩১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব, ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দল, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, বিভিন্ন নারী নেত্রী এবং নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করেছে।

তিনি বলেন, সরকার নির্বাচন কমিশনের চাহিদা অনুসারে প্রয়োজনীয় অর্থ, জনবল, যানবাহন ও লজিস্টিক সুবিধাসহ অন্যান্য সহযোগিতা প্রদান করছে। একটি প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন যে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে তা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে।

রাষ্ট্রপতি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নির্বাচন সচিবালয়কে নির্বাচন কমিশনের আওতায় ন্যস্ত করা হয়েছে। স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন পরিচালনা নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন আইন ও বিধিমালা প্রণয়ন করা হয়েছে। কমিশনের খাতে এবং নিয়ন্ত্রণে আলাদা বাজেট বরাদ্দের ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুনিশ্চিকরণে সকল ক্ষেত্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, গত মহাজোট সরকারের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দিনবদলের সনদ ‘রূপকল্প-২০২১’ এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে নিম্নমধ্য-আয়ের দেশে উন্নীত হয়েছে। এখন জাতির দৃষ্টি নিবদ্ধ হয়েছে ২০৪১ সালের দিকে- বিশ্বসভায় একটি উন্নত দেশের মর্যাদায় অভিষিক্ত হওয়ার মানসে।

রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা প্রতিকূলতা মোকাবেলা করে সরকার বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। সরকার দেশের সকল অঞ্চলের মধ্যে সুষ্ঠু এবং সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ সড়ক অবকাঠামো ৬ দশমিক এক-পাঁচ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর বাস্তবায়ন কাজ এগিয়ে চলছে। কর্ণফুলী নদীর তলদেশে ৩ দশমিক চার-শূন্য কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণকাজ ২০২০ সাল নাগাদ সম্পন্ন হবে আশা করা যায়।

তিনি আরো বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা, পরমতসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমি জনগণের প্রত্যাশা পূরণের সংসদে সরকারি ও বিরোধী দলসহ সবাইকে সম্মিলিতভাবে যথাযথ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাই।

জঙ্গি প্রতিরোধে সরকারের পদক্ষেপে জনমনে স্বস্তি​
সরকার প্রবৃদ্ধির ধারা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে
দলমত পার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
মানুষের সম্মান পাওয়া রাজনীতিকের বড় অর্জন
প্রয়াত মন্ত্রী, মেয়র ও এমপিদের নামে শোক প্রস্তাব

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এসকে/এসএম/এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।