ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে অস্ত্র ব্যবসায়ীর আরেক সহযোগী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
ময়মনসিংহে অস্ত্র ব্যবসায়ীর আরেক সহযোগী গ্রেফতার গ্রেফতার আরিফুল হক শিমুল ওরফে আকাশ ওরফে জিতু

ময়মনসিংহ: ময়মনসিংহে অস্ত্র ব্যবসায়ী নূর উদ্দিনের পলাতক আরেক সহযোগী আরিফুল হক শিমুল ওরফে আকাশ ওরফে জিতুকে (২২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। 

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) হাসান মোস্তফা স্বপন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (৭ জানুয়ারি) রাতে নগরীর আনন্দমোহন কলেজ রোডস্থ একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।

পরে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) নগরীর গাঙ্গিনারপাড় মোড় এলাকা থেকে রাজু দেওয়ান (২৭) নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব। মূলত তার দেওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হয় আকাশ ওরফে জিতুকে।

তবে এখনো পর্যন্ত অধরাই রয়েছেন শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী নূর উদ্দিন। তাকে গ্রেফতারেও জোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব’র অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) হাসান মোস্তফা স্বপন।

গত ২৮ নভেম্বর গভীর রাতে নগরীর নাসিরাবাদ কলেজ মাঠ সংলগ্ন মিলনবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি সুরক্ষিত কক্ষের চৌকির ওপর থেকে চারটি পিস্তল, সাত রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, দু’টি চাপাতি, পাঁচটি চাকুসহ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে র‌্যাব।

ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র তৈরির কারিগর নূর উদ্দিন, আকাশ ও রাজু সটকে পরে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।