রোববার (২১ অক্টোবর) সকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের কারও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুক্তাকিন বাংলানিউজকে জানান, তুরাগ থানা এলাকার উত্তরা ১৬ নম্বর সেক্টরে একটি ঝোপের ভেতর দুটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে সেখান থেকে অজ্ঞাতপরিচয় ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, নিহতদের পরিচয় জানা যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতদের একজনের পরনে প্যান্ট ও শার্ট এবং অপরজনের প্যান্ট ও গেঞ্জি ছিলো।
এদিকে রোববার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় গুলিবিদ্ধ চার যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, ভোরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রতিটি মরদেহ ক্ষতবিক্ষত অবস্থায় ছিলো। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যেকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ এর বছর হবে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে- অন্য কোথাও হত্যার পর এই চার যুবকের মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে। মরদেহের পাশ থেকে দুইটি দেশীয় পিস্তল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
এ ঘটনা উদঘাটনে তদন্ত চলছে জানিয়ে ওসি বলেন, নিহতরা আসলে ডাকাত কি-না সে বিষয়ে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
** তুরাগে ঝোপের ভেতর দুই মরদেহ
** আড়াইহাজারে গুলিবিদ্ধ ৪ মরদেহ উদ্ধার
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
আরআইএস/