মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ওই সংগঠন তিন দফা দাবি জানায়।
সংগঠনের কর্মী নাহিদ নিয়াজ তুষার লিখিত বক্তব্যে বলেন, ১৯৯৬ সালে শহরের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার প্রকল্প’ নামক একটি যুগান্তকারী প্রকল্প গ্রহণ করেন।
তিনি বলেন, প্রকল্পে সরাসরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত সব কর্মীদের পক্ষ থেকে আমি তিন দফা দাবি পেশ করছি।
দাবিগুলো-সরকার প্রদেয় ২০১৫ সালের জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা বহাল রাখতে হবে। চাকরির নিরাপত্তা দেওয়া (স্ব-স্ব পদে বহাল রাখা)। কর্মীদের বেতন বৈষম্য দূর করে পদানুযায়ী সমন্বিত বেতন- ভাতা বহাল রাখা ও বকেয়া পরিশোধ করতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কর্মী রাশেদুল ইসলাম রাশেদ, নজরুল ইসলাম, ডা. নূর জাহান প্রমুখ। এছাড়াও সংগঠেনর শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এমএইচ/এএটি