বক্তব্যে তিনি বলেন, পথহারা মানবতাকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শরীয়তের পথ ধরে তরিক্বতচর্চার মাধ্যমে হৃদয়ে নবীপ্রেম জাগ্রত করা এবং আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি হাসিল করা। সেই লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করছে কাগতিয়া দরবার ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ।
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, মদিনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবু মোহাম্মদ, কাউন্সিলর মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু
সভাপতির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, বর্তমান সরকার ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাজ করছে। এক্ষেত্রে মাদক, সন্ত্রাস, উগ্রতা ও জঙ্গিবাদমুক্ত যুবসমাজ গঠনে তরিক্বতের মাধ্যমে তরুণ ও যুবকদের উজ্জীবিত করছে কাগতিয়া দরবার ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ। আলোকিত সমাজ গঠনে এ দরবার ও সংগঠনের ভূমিকা সকলের নজর কেড়েছে এবং বেশ সমাদৃত হয়েছে।
কনফারেন্সে অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর মহাসচিব ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, চবি গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. জালাল আহমদ, এলবিয়ন গ্রুপের প্রধান উপদেষ্টা মো. নেজাম উদ্দীন প্রমুখ।
কনফারেন্সে বক্তব্য রাখেন, আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানাফি, আল্লামা মুফতি আনোয়ারুল আলম ছিদ্দিকি, আল্লামা মোহাম্মদ আশেকুর রহমান, আল্লামা এমদাদুল হক মুনিরী, আল্লামা মুহাম্মদ সেকান্দর আলী, আল্লামা মুহাম্মদ ফোরকান ও অন্যরা।
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত এই কনফারেন্সে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিকসহ লাখো নবীপ্রেমিক মুসলমান সমবেত হন।
কনফারেন্স শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং অসহায় নির্যাতিত মুসলমানদের হেফাজত ও দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম (রা.)-এর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এমএমইউ/এইচএ