মঙ্গলবার (৩০ অক্টোবর) হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মাকসুদুর রহমান বলেন, সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পরে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বেশ কয়েকজন মিলে হিজলা বরিশাল-সড়কের কামারখালী এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করে।
এঘটনায় ওইদিন রাতেই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমান বাদী হয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় মিজান গাজীসহ সাতজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৩২ জনকে আসামি করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এমএস/ওএইচ/